Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / দামুড়হুদায় মোটরসাইকেল থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দামুড়হুদায় মোটরসাইকেল থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

September 13, 2023 07:06:50 PM   জেলা প্রতিনিধি
দামুড়হুদায় মোটরসাইকেল থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নাতির মোটরসাইকেলের পিছন থেকে পিচ রাম্তার উপর পড়ে নানী রওশন আরা খাতুনের (৬৫) মৃত্যর ঘটনা ঘটেছে। তিনি দর্শনা থানার কুড়ালগাছি ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের আইয়ুব আলী মাস্টারের স্ত্রী। বুধবার (১৩ সেষ্টম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে নাতি ছেলে স্বপন মোটরসাইকেল যোগে নানি রওশন আরাকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা হাসপাতালে উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কেসমতপুর গ্রাম এবং সুবলপুর বেকের মোড়ে মোটরসাইকেল ঘুরাতে গিয়ে নানী রওশন আরা পিচ রাস্তার ওপর পেছন থেকে পড়ে যায়। সাথে সাথে পথচারী তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথিমধ্যে মারা যায়। তার মৃত্যতে ঐ গ্রামে নেমে এসেছে শোকের মাতম।