Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / অর্থনীতি / দ্রব্যমূল্য কমানোর দাবিতে ৫ দলীয় বাম জোটের সমাবেশ ও বিক্ষোভ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দ্রব্যমূল্য কমানোর দাবিতে ৫ দলীয় বাম জোটের সমাবেশ ও বিক্ষোভ

October 19, 2024 08:08:17 PM   স্টাফ রিপোর্টার
দ্রব্যমূল্য কমানোর দাবিতে ৫ দলীয় বাম জোটের সমাবেশ ও বিক্ষোভ

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো এবং পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে ৫ দলীয় বাম জোটের একটি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, সর্বত্র রেশনিং ব্যবস্থা চালু করা, এবং টাকা পাচারকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে জোটটি প্রতিবাদ জানায়।

সমাবেশের সভাপতিত্ব করেন জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক বিধান দাস। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সভাপতি এম এ সামাদ, সদস্য এলিজা রহমান, সোস্যালিস্ট পার্টির কেন্দ্রীয় সভাপতি কমরেড শাহীন আহমেদ, ন্যাপ ভাসানীর সভাপতি মুফতি তালেবুল ইসলাম, এবং সমতা পার্টির সভাপতি সামছুল হক প্রমুখ।

বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার দুই মাসের বেশি সময় ক্ষমতায় থাকলেও রাষ্ট্রের সংস্কারসহ কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে গড়ে ওঠা ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে ফেলার কোনো কার্যকর উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না নিলেও গ্রামীণ ব্যাংকের জন্য ৫ বছরের করমুক্ত কার্যক্রম পরিচালনার অধ্যাদেশ জারি করা হয়েছে।

বক্তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তুলে ধরে বলেন, প্রতিদিন পিটিয়ে মানুষ হত্যা, চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে। তারা বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে পাচারকৃত টাকা ফেরত আনার দাবি জানিয়ে বলেন, টাকা পাচারকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হচ্ছে। সেই সঙ্গে সংবিধান লঙ্ঘনের অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিযুক্ত করে আইনের আওতায় আনার দাবি তোলা হয়।