


দল নির্বাচন নিয়ে স্পষ্ট হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। আয়ারল্যান্ড সিরিজের স্কোয়াড ঘোষণার পর সোমবার গণমাধ্যমে তিনি জানান, শামীম পাটোয়ারিকে বাদ দেওয়ার বিষয়ে তাকে আগেই কিছু জানানো হয়নি—যা তাকে বিস্মিত করেছে।
সাধারণত সিরিজের দল চূড়ান্ত করার আগে কোচ ও অধিনায়ককে নিয়ে নির্বাচকদের বৈঠক হয়। সেখানে কারা দলে থাকছেন বা বাদ পড়ছেন—সব তথ্যই শেয়ার করা হয়। তবে এবার সেই নিয়ম মানা হয়নি বলে দাবি লিটনের। তার ভাষায়, এই পুরো সিদ্ধান্ত ছিল নির্বাচকদের, এবং কেন তাকে আগেই জানানো হয়নি সে বিষয়েও তিনি কোনো ব্যাখ্যা পাননি।
লিটন মনে করেন, শামীমকে বাদ দেওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। সাম্প্রতিক ফর্ম খুব ভালো না হলেও কয়েকটি সিরিজে শামীমের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে লিটন বলেন, ধারাবাহিক না-হওয়ার কারণে এত দ্রুত বাদ পড়া শামীমের জন্য হতাশাজনক। একজন অধিনায়ক হিসেবে তাকে সমর্থন জানাতে না পারায় দুঃখও প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিটনের আক্ষেপ আরও এক জায়গায়—বোর্ডের সেই নির্দেশনায়, যেখানে তাকে জানানো হয়েছিল যে যেই স্কোয়াড দেওয়া হবে সেটি নিয়েই মাঠে নামতে হবে। কোন খেলোয়াড়কে চাই বা না-চাই—এ বিষয়ে অধিনায়কের মতামতের সুযোগ নেই। লিটনের মতে, দল গঠন নিয়ে অধিনায়কের পরিকল্পনা থাকা উচিত, যা এবার তিনি করতে পারেননি।
পুরো ঘটনায় নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে সমন্বয়ের ঘাটতি স্পষ্ট বলে মনে করছেন লিটন। সিরিজ শুরুর আগেই এমন পরিস্থিতি তাকে কিছুটা বিব্রত করেছে বলেও ইঙ্গিত দেন বাংলাদেশের এই অধিনায়ক।