Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনে ২ লাখ টাকা জরিমানা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনে ২ লাখ টাকা জরিমানা

March 27, 2025 04:55:03 PM   উপজেলা প্রতিনিধি
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনে ২ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। একই সঙ্গে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত দৌলতপুর উপজেলার খলশী ইউনিয়নের যমুনা নদীর শাখা সৌর নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আহসানুল আলম।

অভিযানকালে ড্রেজারের মালিক মশিউর রহমান লিটনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫ ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম জানান, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।