
দৌলতপুর সংবাদদাতা, কুষ্টিয়া:
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো. ওবায়দুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
একসময় (ইউএনও) ওবায়দুল্লাহ জানান, জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য এই দিবসটি পালন করা হবে।
উল্লেখ্য, দিবসটি উদযাপন উপলক্ষ্যে আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর তিনদিন ব্যাপী উপজেলা চত্বরে মেলা অনুষ্ঠিত হবে। প্রথমদিন ১৭ সেপ্টেম্বর সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একইদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে, সেখানে দেশ বরেণ্য শিল্পীরা গান পরিবেশন করবেন। এছাড়াও সমাপনী দিন ১৯ সেপ্টেম্বর মেলায় অংশ নেওয়া ১৯টি স্টোলের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্ধারণ করে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।