
দৌলতপুর সংবাদদাতা, কুষ্টিয়া:
কুষ্টিয়ার দৌলতপুরে নাশকতার মামলায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের ৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন।
গত ৩১ জুলাই দৌলতপুর থানা পুলিশের করা একটি নাশকতার মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন তারা। এ সময়ের মধ্যে তাদের নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। সে অনুযায়ী আজ কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। এ সময় আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া ৯ জন হলেন- কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লার ছেলে যুবদল নেতা আসিফ রেজা শিশির, উপজেলা বিএনপির সাংগঠনিক আব্দুল হামিদ, সাবেক সাংগঠনিক মকলেছুর রহমান মিন্টু, হোগলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, খলিষাকুণ্ডি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, হোগলবাড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন, দৌলতপুর সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাহিদ হোসেন, যুগ্ম আহ্বায়ক টুটুল হোসেন ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বেনজির আহমেদ বেঞ্জু। মামলার অন্য আসামিরা জামিনে রয়েছেন।