Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / দৌলতপুর সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র মতবিনিময় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দৌলতপুর সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র মতবিনিময়

July 30, 2023 08:19:57 PM   উপজেলা প্রতিনিধি
দৌলতপুর সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র মতবিনিময়

দৌলতপুর সংবাদদাতা, কুষ্টিয়া:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক ও চোরাচালন প্রতিরোধে বিজিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টা ৩০ মিনিটে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এর আগে বেলা ১১টায় প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া বাজারে মাদক ও চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে একই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ আশ্রয়ণ বিওপি ও ঠোটারপাড়া বিওপি’র আয়োজনে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মহিষকুন্ডি কোম্পানি কমান্ডার সুবেদার মাহাবুব হোসেন, ঠোটারপাড়া বিওপি কমান্ডার হাবিলদার রফিক ও আশ্রয়ণ বিওপি কমান্ডার নায়েক সুবেদার শওকত হোসেন।

মতবিনিময় সভায় মহিষকুন্ডি কোম্পানি কমান্ডার মাদকের কুফল সম্পর্কে উপস্থিত জনগণকে অবহিত করেন এবং চোরাচালানে রোধে ভারতের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ না করার জন্য কঠোর হুশিয়ারীসহ নির্দেশনা প্রদান করেন।