Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / দেশে নৈরাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র-জনতার অভ্যুত্থান হয়নি : নুর - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দেশে নৈরাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র-জনতার অভ্যুত্থান হয়নি : নুর

September 08, 2024 07:41:18 PM   জেলা প্রতিনিধি
দেশে নৈরাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র-জনতার অভ্যুত্থান হয়নি : নুর

সদ্য নিবন্ধিত রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, "দেশে নৈরাজ্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে ছাত্র-জনতার অভ্যুত্থান হয়নি। শেখ হাসিনার সরকার দীর্ঘদিন ক্ষমতায় থেকে স্বৈরাচারে পরিণত হয়েছিল। বিচার বিভাগ, শাসন ব্যবস্থা, ব্যবসায়িক খাত, অর্থনীতি ও গণমাধ্যমকে ধ্বংস করেছে তারা।"

শনিবার পটুয়াখালী প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নুর এ মন্তব্য করেন। তিনি বলেন, "আওয়ামী লীগ মানুষের বাকস্বাধীনতা হরণ করে ১৮ কোটি মানুষকে অবরুদ্ধ করেছিল। তাই দেশের মানুষ গণঅভ্যুত্থানে সামিল হয়ে সরকারকে পালাতে বাধ্য করে।"

তিনি আরও বলেন, "বিএনপির কর্মকাণ্ডে আবারও নৈরাজ্য ও সন্ত্রাস দেখা দিচ্ছে। দেশের শান্তি বজায় রাখতে হলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। দেশের মানুষকে শান্তি দিতে হলে নতুন কোনো নৈরাজ্য প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না।"

এই মতবিনিময় সভায় পটুয়াখালী জেলা শাখার সভাপতি সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সাধারণ সম্পাদক শাহ আলম শিকদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।