
টঙ্গী প্রতিনিধি, গাজীপুর:
টঙ্গীতে দূষণমুক্ত নগর গঠনে ছাত্র-ছাত্রী, শিশু, কিশোর-কিশোরীদের মধ্যে বায়ুদূষণ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লার্নিং বুট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী স্থানীয় এরশাদনগর টিডিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বুট ক্যাম্পের আয়োজন করা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শিশু ও যুব ফোরামের উদ্যোগে এবং আরবান প্রোগ্রামের তত্ত্বাবধায়নে আয়োজিত এই ক্যাম্পে ৩০ জন প্রশিক্ষিত শিশু ও কিশোর-কিশোরী প্রশিক্ষক ২৫০ জনের অধিক প্রশিক্ষণার্থীকে পরিবেশ সুরক্ষা, বায়ুদূষণ, প্লাস্টিকের ব্যবহারের ক্ষতিকর প্রভাব, শব্দ দূষণসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণার্থীদের ১০টি তাঁবুর মাধ্যমে ভাগ করে এসব বিষয় শেখানো হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা। আরও উপস্থিত ছিলেন আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌস আহমেদ, কালিমুল্লাহ ইকবাল, ওয়ার্ল্ড ভিশন আরবান প্রোগ্রামের টঙ্গী এরিয়া ম্যানেজার মানস বিশ্বাস, সিনিয়র প্রোগ্রাম অফিসার জসিম উদ্দিন, বনি হাওলাদারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ইয়থ ও চাইল্ড ফোরামের সদস্যবৃন্দ।
প্রধান অতিথি মো. সোহেল রানা বলেন, “প্রত্যেক ব্যক্তির জন্য বর্তমান সময়ে বায়ুদূষণ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুট ক্যাম্পের মাধ্যমে অল্প সময়ে অধিক শিশু-কিশোরী পরিবেশ সুরক্ষা বিষয়ে সচেতন হতে পারে।”
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।