Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / দিল্লিতে ভবন ধসে শিশুসহ নিহত ৩ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দিল্লিতে ভবন ধসে শিশুসহ নিহত ৩

October 10, 2022 10:49:36 PM   আন্তর্জাতিক ডেস্ক
দিল্লিতে ভবন ধসে শিশুসহ নিহত ৩

ভারতের দিল্লিতে একটি বাড়ির ছাদ ভেঙে ৪ বছর বয়সী এক শিশুসহ অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তূপে আরো ৩-৪ জন আটকে আছেন বলে জানা গেছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।
রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিল্লির লালকেল্লার মূল ফটক লাহোরি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
স্থানীয়রা বলছেন, দুইতলা বাড়িটির অবস্থা ছিল জীর্ণকায়। সেখানে একটি পরিবার বসবাস করতো। ঘটনার দিন তাদের বাড়িতে বেশ কয়েকজন অতিথি এসেছিলেন। এদিকে, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে পড়েছেন তা নিশ্চিত করে বলা সম্ভব হয়নি। তবে উদ্ধারকর্মীদের ধারণা, অন্তত ৩-৪ জন আটকে রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।