Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / দুটি ব্যালিস্টিক মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দুটি ব্যালিস্টিক মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া

October 28, 2022 11:46:34 PM   আন্তর্জাতিক ডেস্ক
দুটি ব্যালিস্টিক মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া

পূর্ব উপকূল থেকে আবারও দুটি স্বল্প-পাল্লার মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় আজ শুক্রবার (২৮ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহাপ একটি প্রতিবেদনে বলে, আমাদের জয়েন্ট চিফ অব স্টাফ উত্তর কোরিয়ার কাঙ্গওন প্রদেশের তংচন এলাকা থেকে এ উৎক্ষেপণ শনাক্ত করেছে। আল জাজিরার তথ্য অনুযায়ী, আন্তঃকোরিয়ান সীমানা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূর থেকে মিসাইল দুটি ছোড়া হয়েছে। এ অঞ্চলটি উত্তর কোরিয়া আগে যেসব জায়গা থেকে মিসাইল ছুড়েছে তার থেকে দক্ষিণ কোরিয়ার অনেক কাছাকাছি। গত শুক্রবার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের ১২ দিনব্যাপী ‘হগুক’ মিলিটারি প্রশিক্ষণ চলাকালেই মিসাইল দুটি উৎক্ষেপন করে উত্তর কোরিয়া। এদিকে, আগামী সপ্তাহে ‘ভিগিল্যান্ট স্টর্ম’ নামের একটি বড় বিমান মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছিল দেশ দুটি।
সিউলের দাবি, বিমান মহড়া উদ্দেশ্য করেই স্বল্প পাল্লার ক্ষেপনাস্ত্র দুটি উৎক্ষেপণ করেছে পিয়ংইয়ং। এ ধরনের যৌথ সামরিক মহড়া পিয়ংইয়ংকে উত্তপ্ত করে তুলেছে। আর এ জন্যই প্রয়োজনীয় প্রতিরক্ষার নামে নিজেদের শক্তির জানান দিচ্ছে তারা। গত মঙ্গলবার (২৫ অক্টোবর) সংসদে দেওয়া এক বক্তব্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল বলেছিলেন, উত্তর কোরিয়া হয়তো সপ্তমবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপন করতে যাচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এরই মধ্যে তারা এ সংক্রান্ত প্রস্তুতি সেরে ফেলেছে। এর একদিন পরে গত বুধবার (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান উত্তর কোরিয়াকে সতর্ক করে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে বলে। এর আগে ২৯ সেপ্টেম্বর মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দক্ষিণ কোরিয়া সফর শেষ করার কয়েক ঘণ্টা পরেই ব্যালিস্টিক মিসাইল ছোড়ে উত্তর কোরিয়া। এর আগে ২৪ সেপ্টেম্বর স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। জুনের শুরুতে আটটি ক্ষেপণাস্ত্র ছোড়ার পর সেপ্টেম্বরে এক সপ্তাহে সাত দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি।
২০২২ সালে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন অন্য যে কোনো বছরের চেয়ে বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছেন। তিনি মার্কিন-চালিত ইন্টারসেপ্টর এড়াতে ডিজাইন করা রকেট পরীক্ষাও করেছেন। ২০১৭ সালে উত্তর কোরিয়া যখন আকস্মিকভাবে ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছিল, তখন থেকেই সিউল ও ওয়াশিংটন দাবি করে আসছিল- পিয়ংইয়ং যেকোনো সময় পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিষ্ফোরণ ঘটাতে পারে। পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে উত্তর কোরিয়া। এসব কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ধারাবাহিকভাবে বিধিনিষেধ বাড়িয়েছে। কিন্তু সব নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।