
দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টায় আশুলিয়া থানা কনফারেন্স হলরুম মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর আলম, অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ শাহিদুল ইসলাম, আশুলিয়া থানার ওসি (তদন্ত) জিয়াউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজাহারুল ইসলাম, সহকারী কমিশনার ভুমি (আশুলিয়া সার্কেল) মোঃ আনোয়ার হোসেন।
সবাই আশুলিয়া থানার বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতারা বলেন, গত বছরগুলোর তুলনায় বছরের তুলনায় এই বছর আমাদের পূজার সংখ্যা বেড়েছে। কারণ গত বছরগুলোতে করোনা মহামারীর কারণে সরকারি বিধি-নিষেধের মধ্যে দিয়ে আমাদেরকে সংক্ষিপ্ত আকারে পূজা উদযাপন করতে হয়েছে। বর্তমানে করোনার প্রকোপ কমার কারণে আমরা আমাদের সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গা উৎসবের আয়োজন করেছে। আমাদের উৎসবগুলোতে বিভিন্ন ভাবে প্রভাবিত করার চেষ্টা করে অনেকেই মাদকাসক্ত হয়।
অনুষ্ঠানের সভাপতি পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ধর্ম যার যার উৎসব সবার। সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার চেষ্টা করবেন। সরকারি যে বিধিমালা আছে সকল বিধিমালা পালন করার চেষ্টা করবেন। সেই বিধিমালার মধ্যে কোন কমতি থাকলে আপনারা অপ্রীতিকর ঘটনার জন্য দায়ী থাকবেন। মন্দিরগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনার একান্ত প্রয়োজন। অন্তত পূজার কিছু খরচ কমিয়ে একটা সিসি ক্যামেরার ব্যবস্থা করবেন যেন দুষ্কৃতিকারীদের শনাক্ত করা যায়।