
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের রুদ্র বাড়ী গ্ৰামে ছফের আলীর তিনটি গরু ও দুইটি ছাগলসহ তিনটি ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার রাত অনুমান ২ ঘটিকার সময় রুদ্র বাড়ী ছফের আলীর বসতবাড়িতে।
সরেজমিনে গিয়ে দেখা যায় যে উপজেলার রুদ্র বাড়ী গ্ৰামের ইয়াকুব আলীর ছেলে ছফের আলী প্রতিদিনের ন্যায় খাওয়া দাওয়া সেরে ঘুমাতে যায়। সেহেরি খাওয়ার জন্য বাড়ীর লোকজন উঠে দেখে তার বসতবাড়িসহ গোয়াল ঘর আগুনে দাউ দাউ করে পুড়ছে। তাদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিয়া আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে মুহুর্তের মধ্যে বসতবাড়িতসহ গরু, ছাগল, হাঁস-মুরগী বাড়ীর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। অটোভ্যান চালক ছফের আলী গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে আগুনে পুড়ে দগ্ধ হয়ে যায়। তিনি এখন ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। তবে তার বাড়ীর লোকজনের ধারণা বিদ্যুতের তার বিদ্যুতায়ন হয়ে আগুন লেগেছে।
তাতে এই কৃষকের ৬/৭ লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি সাধন হয়েছে বলে ধারনা করছেন। খবর পেয়ে ধুনট থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।