
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কাঁদাই উত্তর পাড়া গ্রামের জহুরুল ইসলাম বাদশার মেয়ে সুমাইয়া আক্তার বাসনা (১৬) গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। রবিবার সকাল অনুমান ৭ ঘটিকার সময় কাঁদাই গ্রামের বাদশার বসতবাড়িতে এই ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার কালের পাড়া ইউনিয়নের কাঁদাই গ্রামের জহুরুল ইসলাম বাদশার মেয়ে সরুগ্রাম হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার বাসনা রবিবার সকাল ৭ ঘটিকার সময় বাবা মার উপর অভিমান করে তাদের বসতবাড়ির বারান্দার পারের সাথে সকলের অগোচরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা অভিযোগ পাওয়া যায়।
স্থানীয়রা জানান, বাসায় প্রায় একবছর আগে উপজেলার সরু গ্রামের সাইদুল ইসলামের ছেলে বিপ্লবের সাথে বিবাহ হয়। বিপ্লবের সাথে তামপত্য জীবনে সুখী না হওয়ায় একদের মাস আগে ডিভোস হয়। বর্তমানে সাবেক স্বামী বিপ্লবের সাথে মোবাইল ফোনে কথা বলায় বাবা মা শাসন করায় দুই দিন ধরে ভাত না খেয়ে পরিবারের উপর অভিমান করে আত্মহত্যা পাওয়া গেছে।
খবর পেয়ে ধুনট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করে মৃতদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায় মর্গে প্রেরণ করেন।
এদিকে উপজেলার ভান্ডার বাড়ি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মিথু আকন্দের ছেলে রাজ বাবু (৩) সকলের অগোচরে বসতবাড়ির পাশে পুকুরে ডুবে শিশু রাজবাবুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।