
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ। উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস. এম. শহিদুল্লাহ, আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ এবং ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান)সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস. এম. শহিদুল্লাহ উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, ধনবাড়ী থানায় মাদকের বিরুদ্ধে মামলা পূর্বের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে। তিনটি পুলিশ টহল টিম রাতভর পুরো উপজেলায় টহল দিচ্ছে। আসন্ন কোরবানি ঈদে গরুর ট্রাকসহ অন্যান্য যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পুলিশ বিশেষ সতর্ক অবস্থায় থাকবে বলে তিনি জানান। এছাড়া মোটরসাইকেলের কাগজপত্র যাচাই ও বিকট শব্দে চলাচল নিয়ন্ত্রণে মাঝেমধ্যেই চেকিং চালানো হচ্ছে।
ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) সভায় গত এপ্রিল মাসে গৃহীত আইনশৃঙ্খলা উন্নয়নের বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়নের অগ্রগতি জানতে চান। তিনি বলেন, "ধনবাড়ীতে নতুন করে কিশোর গ্যাং এবং ইভটিজিং বৃদ্ধি পেয়েছে। মোটরসাইকেলের বিকট শব্দ ও তরুণদের বেপরোয়া চলাচলে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। আসন্ন কোরবানি ঈদে যানজট নিরসন, গরুর হাটে নিরাপত্তা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শব্দদূষণ নিয়ন্ত্রণে নির্দিষ্ট সময়ে মাইক ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে।"
সভায় ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ সকলের মতামত শুনে পরিস্থিতি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।