Date: May 11, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ধামরাইয়ে ওয়াহেদ অটো ফ্লাওয়ার মিলস্ এন্ড এগ্রো প্রোডাক্টস লিমিটেড এর উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প...

ধামরাইয়ে ওয়াহেদ অটো ফ্লাওয়ার মিলস্ এন্ড এগ্রো প্রোডাক্টস লিমিটেড এর উদ্বোধন

February 06, 2024 07:36:57 PM   উপজেলা প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে ওয়াহেদ অটো ফ্লাওয়ার মিলস্ এন্ড এগ্রো প্রোডাক্টস লিমিটেড এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলী এলাকায় ওয়াহেদ অটো ফ্লাওয়ার মিলস্ এন্ড এগ্রো প্রোডাক্টস লি: এর ব্যবস্হাপনা পরিচালক ও সুতিপাড়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার মো: খোরশেদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ধামরাই আসনের নবনির্বাচিত মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের নবনির্বাচিত মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ খসরু চৌধুরী এমপি । অনুষ্ঠানে প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিপা গ্রুপের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম চৌধুরী(পপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, ধামরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা, ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল ইসলাম শেখ পিপিএম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মিজানুর রহমান মিজান, সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান রোমা,ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুল হক শাহীন, সুতিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম নপু প্রমূখ।

ওয়াহেদ অটো ফ্লাওয়ার মিলস্ এন্ড এগ্রো প্রোডাক্টস লি: এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক কর্মকান্ড পরিচালনার তত্বাবধান করেন ওয়াহেদ অটো ফ্লাওয়ার মিলস্ এন্ড এগ্রো প্রোডাক্টস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম হোসেন।