
আশুলিয়া সংবাদদাতা:
ধর্মান্ধ উগ্রবাদি সন্ত্রাসী গোষ্ঠীর ফাঁদে পা দিয়ে সমাজে শান্তি-শৃঙ্খলা নষ্ট না করার আহ্বান জানিয়েছেন আশুলিয়া থানা হেযবুত তওহীদের সভাপতি মো. জাকির হোসেন। তিনি বলেছেন, ধর্মব্যবসায়ী একটি মহল প্রতিটি মুহূর্তে দেশকে অস্থীতিশীল করে তোলার পাঁয়তারা করছে। তারা বিভিন্ন স্থানে উগ্রবাদী মতবাদ ছড়িয়ে ধর্মবিশ্বাসী মানুষকে উসকে দিয়ে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সোচ্চার হতে হবে।
গতকাল আশুলিয়া থানা হেযবুত তওহীদের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আশুলিয়ায় হেযবুত তওহীদের সদস্যদের উপর হামলা চালিয়ে ১৩ জনকে আহত করার প্রতিবাদে তীব্র নিন্দা ও এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
আশুলিয়া থানা হেযবুত তওহীদের সভাপতি জাকির হোসেন বলেন, হেযবুত তওহীদ বিগত ২৮ বছর ধরে প্রকৃত ইসলামের বার্তা নিয়ে মাঠে-ময়দানে কাজ করে যাচ্ছে। জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, উগ্রবাদের বিরুদ্ধে জনগণকে সচেতন করার লক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। এরকমই একটি শান্তিপূর্ণ প্রচার কর্মসূচি পালনের সময় গতকাল আশুলিয়ায় আমাদের নেতাকর্মীদের উপর উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালিয়েছে। আমাদের সদস্যদের মেরে রক্তাক্ত করেছে, নারীদের শ্লীলতাহানি করার চেষ্টা করেছে, তাদের গায়ে হাত তোলা হয়েছে। এ ঘটনায় আমাদের ১৩ জন সদস্য আহত হয়েছেন, তারমধ্যে গুরুতর আহত অবস্থায় দু’জন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছেন। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়েছি। আমরা আইন হাতে তুলে নেই নি। ঘটনাস্থলে আমাদের প্রায় অর্ধশত কর্মী উপস্থিত ছিল, আমরা চাইলে সেখানে বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারত। হেযবুত তওহীদের কর্মীরা সংঘাতে বিশ্বাস করে না, তারা শান্তি চায়। সমাজে যাতে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়, সে লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, হেযবুত তওহীদের বিরুদ্ধে ধর্মব্যবসায়ী একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরেই অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা ওয়াজ মাহফিলে, মসজিদের মিম্বরে বসে, অনলাইনে বিভিন্ন রকম অপবাদ ও গুজব রটনা করে ধর্মান্ধ জনগোষ্ঠীকে আমাদের উপর হামলা করার প্ররোচণা ও ফতোয়া প্রদান করে যাচ্ছে। তাদের অপপ্রচারে প্রভাবিত হয়ে হেযবুত তওহীদের বিরুদ্ধে নেতিবাচক ধারণা নিয়ে অনেকে আমাদের বিরুদ্ধাচরণ করছেন। যারা আদৌ আমাদের বিষয়ে কিছু জানেই না, তারাও আমাদের উপর আক্রমণ করে বসছে। পরবর্তীতে তারা নিজেদের ভুল বুঝতে পারছে, থানায় মুচলেকা দিয়ে দোষ স্বীকার করছে। অনেকে আবার মামলার ঘানি টেনে হুজুগের মেতে সন্ত্রাসে লিপ্ত হওয়ার দরুন প্রায়শ্চিত্য করছে।
আশুলিয়াবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গতকালের হামলার ঘটনাটিকে অনেকেই ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করতে পারে। উগ্রবাদি যেসকল সন্ত্রাসীরা এই হামলার সাথে জড়িত, তারা মামলা থেকে বাঁচতে নানা ধরনের অপচেষ্টা করতে পারে। গতানুগতিক ধারার মত ধর্মপ্রাণ মানুষকে ভুল বুঝিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি করে পূর্বের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হতে পারে। তাই সকলের প্রতি আহ্বান, ধর্মব্যবসায়ী এইসব উগ্রবাদি গোষ্ঠীর কথায় কান দিয়ে আইন নিজের হাতে তুলে নেবেন না। আগে সত্য-মিথ্যা যাচাই করুন। ধর্মের নামে উন্মাদনা যেই সৃষ্টি করুক, তার প্রতিবাদ করতে হবে। নয়ত এই ধ্বংসের নেশা পুরো সমাজকেই ধ্বংস করে ছাড়বে। আমাদের কোনো কথা বা কাজে আপত্তিকর কিছু পেলে সেটা আমাদের কাছে তুলে ধরুন। আমরা কোনো অন্যায় করলে দেশে আইন আছে, সেখানে যান। কিন্তু উগ্রাবাদকে সমর্থন করবেন না।