Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / নওগাঁর রতন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

নওগাঁর রতন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

September 08, 2023 09:30:30 PM   উপজেলা প্রতিনিধি
নওগাঁর রতন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে রতন হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল হামিদ কে দীর্ঘ ১৯ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হামিদকে শুক্রবার বিকেলে আদালতে সোর্পদ করা হয়েছে। তিনি উপজেলার সাহেবগঞ্জ দক্ষিণ পাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং একই গ্রামের মজিবর রহমানের ছেলে রতন খন্দকার হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।

মামলার পর থেকে আব্দুল হামিদ পলাতক ছিল। ওই মামলার রায়ে বিজ্ঞ আদালত হামিদকে মৃত্যুদণ্ড এবং আরো দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। এছাড়া আরো একজন খালাস পায়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, রতন হত্যা মামলার রায়ে আদালত হামিদকে ২০০৯ সালে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। ঘটনার পর থেকে হামিদ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে স্থানীয় র‌্যাবের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হামিদকে শুক্রবার বিকেলে আদালতে সোর্পদ করা হয়।