Date: May 16, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

January 01, 2024 05:37:28 PM   উপজেলা প্রতিনিধি
নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

পাটগ্রাম সংবাদদাতা:
লালমনিরহাট-১ পাটগ্রাম হাতীবান্ধা আসনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থীর এমডি আতাউর রহমান প্রধান।

সোমবার নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বতন্ত্র প্রার্থী এমডি আতাউর রহমান প্রধান।

লিখিত বক্তব্যে তিনি জানান, তারা নির্বাচনী প্রচার-প্রচারণা করতে বিভিন্ন বাধাবিপত্তির সম্মুখীন হচ্ছেন । কর্মীদের ওপর হামলা করা হচ্চে, আহত করা হয়েছে।অফিস ভাঙচুর করা হয়েছে। তাদের বেশ কয়েকজন সমর্থক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

তিনি বলেন, নির্বাচনের পাঁচ দিন বাকি। এখন নৌকা প্রতীকের লোকজন আমাদের কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। ভোট কেন্দ্রে যেতে নিষেধ করছে। আমাদের নেতা-কর্মীরা ভীত সন্ত্রস্ত। তারা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত। সংবাদ সম্মেলনে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও মোঃ সায়েদুল ইসলাম মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ৭ ফেব্রুয়ারি এই  সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এবং স্বতন্ত্র হিসেবে ঈগল পাখি প্রতীকে লড়ছেন সাবেক ব্যাংকার এমডি আতাউর রহমান প্রধান।