Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নৌকার প্রার্থীকে বিজয়ী করতে গাজীপুর-৩ আসনে স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নৌকার প্রার্থীকে বিজয়ী করতে গাজীপুর-৩ আসনে স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগ

December 29, 2023 07:53:20 PM   উপজেলা প্রতিনিধি
নৌকার প্রার্থীকে বিজয়ী করতে গাজীপুর-৩ আসনে স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর-৩ আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক রুমানা আলী টুসি এমপিকে বিজয়ী করতে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথ সভার মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য নাসির উদ্দিন মৃরধা জর্জ এবং উপজেলার যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে গাজীপুর-৩ আসনে নৌকা নিয়ে প্রতিদ্বন্দিতাকারি প্রার্থীকে বিজয়ী করতে পথসভা,উঠান বৈঠক, লিফলেট বিতরণ গণসংযোগসহ সভাসমাবেশের মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে।

এ বিষয়ে নাসির উদ্দিন মৃরধা জর্জ জানান, নৌকা মার্কার প্রার্থীর পক্ষে স্বেচ্ছাসেবক লীগের প্রচারণার অংশ হিসেবে শনিবার( ৩০ ডিসেম্বর)বিকেলে স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজবাউল হোসেন সাচ্ছু, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু শ্রীপুরে স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও মতবিনিময় সভা করবেন বলে জানান তিনি।