Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / নিখোঁজ শিশুর মরদেহ তিন দিন পর উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নিখোঁজ শিশুর মরদেহ তিন দিন পর উদ্ধার

March 21, 2025 03:31:21 PM   জেলা প্রতিনিধি
নিখোঁজ শিশুর মরদেহ তিন দিন পর উদ্ধার

ঝালকাঠির নলছিটিতে লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া নৌকার নিখোঁজ শিশুর মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে নলছিটি উপজেলার দপদপিয়া লঞ্চঘাট এলাকার সুগন্ধা নদীতে শিশুটির মরদেহ ভেসে ওঠে।

নিহত রায়হান মল্লিক (৯) নলছিটি উপজেলার গৌড়িপাশা এলাকার মোহাম্মদ আলী মল্লিকের ছেলে। গত ১৮ মার্চ ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় সে নিখোঁজ হয়েছিল।

সকালে স্থানীয়রা লঞ্চঘাটের পন্টুনের সঙ্গে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে নৌ পুলিশ ও নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে নিহত রায়হানের বাবা মোহাম্মদ আলী মল্লিক ঘটনাস্থলে পৌঁছে ছেলের মরদেহ শনাক্ত করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানিয়েছেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।