Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নগরকান্দায় পূজামন্ডপ পরিদর্শন কালে সাবেক এমপি জুয়েল চৌধুরীর গণসংযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নগরকান্দায় পূজামন্ডপ পরিদর্শন কালে সাবেক এমপি জুয়েল চৌধুরীর গণসংযোগ

October 24, 2023 06:49:36 PM   উপজেলা প্রতিনিধি
নগরকান্দায় পূজামন্ডপ পরিদর্শন কালে সাবেক এমপি জুয়েল চৌধুরীর গণসংযোগ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
শারদীয় দূর্গাপূজা ২০২৩ উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. সাইফুজ্জামান চৌধুরী জুয়েল।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত নগরকান্দা সার্বজনীন কেন্দ্রীয় পূজা মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। মন্দির পরিদর্শনে গিয়ে স্থানীয় নেতৃবৃন্দ, মন্ডপের পূজারী, ভক্ত ও পূন্যার্থীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন, এবং পূজার আইন শৃংঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। পরিদর্শনকালে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন তিনি।

পূজা মন্ডপ পরিদর্শন কালে তার সাথে ফরিদপুর মটর শ্রমিক লীগের সহ-সভাপতি এনায়েত হোসেন চৌধুরী, নগরকান্দা উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আইয়ুব, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি শের আলী মিয়া, যুবলীগ নেতা লোকমান হোসেনসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ  সংগঠনের নেতাকর্মীবৃন্দ সফর সঙ্গী ছিলেন।

পূজা মন্ডপ পরিদর্শন কালে জুয়েল চৌধুরী বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এদেশের সংবিধান অনুযায়ী সংখ্যালঘু বলতে কিছুই নেই। আমরা সবাই একই সূত্রে গাথা। ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানকে ধারণ করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সকলেই সকল ধর্মের ধর্মীয় উৎসব পালন করে থাকি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত করেছেন। তার নেতৃত্বে দেশের উন্নয়ন ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে সকলেই ঐক্যবদ্ধ হয়ে  আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করুন।