
নওগাঁর পত্নীতলায় নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির পক্ষ থেকে কমিটির সাধারণ সম্পাদক এ জেড মিজান এর সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার বিকালে নজিপুর বাসস্ট্যান্ড মুগ্ধ স্কয়ার কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বনিক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিক সুধীজন প্রমূখ।
এর আগে দুপুর থেকে নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির আওতাভুক্ত ১৫শ দোকানে দোকানে ইফতার বক্স পৌঁছে দেন এ জেড মিজান, শুভ, আলেকচাঁন সহ অন্যান্য সেচ্ছাসেবীরা। প্রতি বক্সে খাসির মাংস সহ ইফতার সামগ্রী ছিল।
ব্যবসায়ীরা বলেন, এমন আয়োজন এর আগে হয়নি। দোকানে দোকানে ইফতার বক্স দেওয়াতে আমাদের খুব সুবিধা হয়েছে। ঈদের বাজারে দোকানে লোকজনের ভিড় রয়েছে, আমাদের সময়ও বাঁচছে। এজন্য বণিক নেতা মিজানকে সাধুবাদ জানিয়েছেন অনেক ব্যবসায়ী। একাধিক ব্যবসায়ী বলেন, আগামীতে মিজানকে তারা বণিক কমিটির সভাপতি করতে চান।
নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সাধারণ সম্পাদক রক্তের ফেরিওয়ালা খ্যাত ব্যবসায়ীদের প্রিয় মুখ এ জেড মিজান বলেন, নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির বা অন্য কোন বড় দায়িত্ব আমাকে দেওয়া হলে আমি এর ধারাবাহিকতা অব্যাহত রাখবো। ব্যবসায়ীদের পাশে আছি, সব সময় পাশে থাকবো ইনশাআল্লাহ।