Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / নাটোর বিএনপি’র কমিটি থেকে ৫ নেতার নাম প্রত্যাহারের প্রতিবাদে বিক্ষোভ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নাটোর বিএনপি’র কমিটি থেকে ৫ নেতার নাম প্রত্যাহারের প্রতিবাদে বিক্ষোভ

March 26, 2025 10:53:36 PM   জেলা প্রতিনিধি
নাটোর বিএনপি’র কমিটি থেকে ৫ নেতার নাম প্রত্যাহারের প্রতিবাদে বিক্ষোভ

নাটোর প্রতিনিধি:
নাটোরে জেলা বিএনপির আহবায়ক কমিটিতে নাম সংযুক্ত করার পর প্রত্যাহারের ঘটনায় জেলার কমপক্ষে তিনটি স্থানে আলাদা বিক্ষোভ সমাবেশ এবং সড়ক অবরোধ করেছে বিএনপি'র বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।

বুধবার সন্ধ্যায় সদ্য ঘোষিত জেলা বিএনপি’র আহবায়ক কমিটি থেকে ৫ নেতার নাম প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়ার পরে নাটোরের দিঘাপতিয়া, দত্তপাড়া এবং বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের থানামোড়ে অবরোধ করে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে শত শত বিএনপি নেতা-কর্মী।

বিক্ষুদ্ধ নেতাকর্মীরা বলেন, "১৭ বছরের ত্যাগি ও নিবেদিতপ্রাণ নেতাদের আহবায়ক কমিটিতে নাম দিয়ে তা প্রত্যাহার করা নেতাদের জন্য অপমানজনক এবং মানহানিকর।"

বিএনপি কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে তারা বলেন, "রাজপথের ত্যাগী, নির্যাতিত, লাঞ্ছিত এবং সংগ্রামী নেতাদের জেলা কমিটিতে যাচাই-বাছাই করে অন্তর্ভুক্ত করার পরে কিভাবে তা প্রত্যাহার করা হলো, সেটি তদন্ত হওয়া উচিত। যদি প্রত্যাহার করা নেতাদের পুনরায় পদ দেওয়া না হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হচ্ছে বিএনপি তৃণমূলের নেতাকর্মীদের পক্ষ থেকে।"

উল্লেখ্য, গত ২৪ মার্চ বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী স্বাক্ষরিত ৩৬ সদস্য বিশিষ্ট নাটোর জেলা বিএনপি’র আহবায়ক কমিটি অনুমোদন করা হয়। কমিটি অনুমোদনের ৩০ ঘণ্টার পর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী স্বাক্ষরিত এক চিঠিতে জেলা বিএনপি’র আহবায়ক কমিটি থেকে এ হাই তালুকদার ডালিম, রাসেল আহম্মেদ রনি, ফয়সাল আহম্মেদ আবুল, শামসুল ইসলাম রনি, সানোয়ার হোসেন তুষারের নাম প্রত্যাহার করা হয়।