Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / নাটোরে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নাটোরে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

March 26, 2025 09:17:57 PM   অনলাইন ডেস্ক
নাটোরে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাটোর সংবাদদাতা:
প্রথমবারের মতো নাটোর জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় নাটোর শহরের একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘নাটোরের সর্বস্তরের সাংবাদিকদের’ ব্যানারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এটিএন বাংলার নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, প্রথম আলোর মুক্তার হোসেন, যমুনা টিভির সিনিয়র করেসপন্ডেন্ট নাজমুল হাসান, ৭১ টিভির বুলবুল আহমেদ, চ্যানেল আইয়ের রেজাউল করিম রেজা এবং এখন টিভির মাহবুব হোসেনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে একাধিক প্রেসক্লাব থাকলেও সাংবাদিকদের স্বার্থ রক্ষা ও সংকটময় মুহূর্তে সকল গণমাধ্যমকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মিলনমেলায় নাটোরের সাতটি উপজেলার ২১টি প্রেসক্লাবের প্রায় দুই শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।