
মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শিগগিরই নতুন আইনি ভিত্তি পেতে যাচ্ছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় 'অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ, ২০২৪' এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে, যা উপদেষ্টা পরিষদের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ করবে। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অধ্যাদেশের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের পদমর্যাদা, সুযোগ-সুবিধা এবং পদত্যাগসহ অন্যান্য বিধানাবলি নির্ধারিত হবে।
এই অধ্যাদেশের প্রেক্ষাপট তুলে ধরে বলা হয়েছে, ৫ আগস্ট ২০২৪ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সরকারি চাকরিতে কোটার বিরোধিতা করে শিক্ষার্থীদের আন্দোলন ছাত্র-জনতার বৃহত্তর আন্দোলনে রূপ নিলে সহিংসতার মধ্যে সরকার পদত্যাগে বাধ্য হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরকারের কঠোর দমন-পীড়ন এবং গণহত্যার ফলে সারা দেশে সাধারণ মানুষ এবং ছাত্ররা গণবিক্ষোভে ফেটে পড়ে। একপর্যায়ে শেখ হাসিনা সরকার পতনের দাবিতে ঐক্যবদ্ধ ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন।
এরপর ৮ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পরামর্শ চান। সুপ্রিম কোর্ট তখন মতামত দেয় যে, রাষ্ট্রপতি জরুরি প্রয়োজনে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের নিযুক্ত করতে পারবেন, যারা অন্তর্বর্তীকালীন সরকারের কার্য পরিচালনা করবেন।
সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে গেলে রাষ্ট্রপতি জরুরি ভিত্তিতে অধ্যাদেশ জারি করতে পারেন। উপদেষ্টা পরিষদের সভায় চূড়ান্ত অনুমোদনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এটি জারি করবেন।