Date: May 11, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নতুন বই শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর নতুন বছরের উপহার : আজমত উল্লা খান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প...

নতুন বই শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর নতুন বছরের উপহার : আজমত উল্লা খান

January 02, 2024 12:18:00 AM   উপজেলা প্রতিনিধি
নতুন বই শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর নতুন বছরের উপহার : আজমত উল্লা খান

টঙ্গী প্রতিনিধি, গাজীপুর:
বিপুল উচ্ছ্বাস-উদ্দীপনার মধ্যদিয়ে সোমবার টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ বই বিতরণ উৎসব পালন করা হয়েছে। প্রতিবারের ন্যায় এবারও বছরের প্রথম দিন নতুন বইয়ের ঘ্রাণে উল্লাসে মেতে উঠছে শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রতন কুমার ঘোষের পরিচালনায় বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এড. মোঃ আজমত উল্লা খান।

এ সময় এড. মো: আজমত উল্লা খান বলেন, নতুন বই শিশুদের জন্য প্রধানমন্ত্রীর নতুন বছরের উপহার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ায় তাদের মেধার বিকাশ ঘটছে। একটা সময় শিক্ষার্থীরা নতুন বই পেতে কয়েক মাস লেগে যেত। সে অবস্থার অবসান ঘটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে শিক্ষার নানা ক্ষেত্রে অগ্রগতি সাধিত হয়েছে। ধনী-গরিব সকলের শিক্ষার সমান সুযোগ পাচ্ছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান বলেন, নতুন বই শিশুকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করে। বইয়ের ঘ্রাণ শিশুকে বইয়ের প্রতি আকৃষ্ট করে তোলে। বইয়ের প্রতিটি পৃষ্ঠা শিশুর মনোজগতে বিস্ময় তৈরি করে। শিশুমনের এ আকাঙ্খাকে ধারণ করে প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহে বই বিতরণের সূচনা করেন। সময়ের পরিক্রমায় এটি এখন বই উৎসবে পরিণত হয়েছে।

বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি করপোরেশনের ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন সরকার, টঙ্গী ভুমি সহকারী কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ মিয়া, মহানগর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা কমিটির সদস্য কাজী সেলিম, ৫৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মুকুল সরকার, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্বাস আলী, কলেজ সমন্বয়ক মোহাম্মদ শাহীন , শিক্ষক প্রতিনিধি হাজী মোঃ, আলতাফ হোসেন, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক মোঃ আশরাফ আলী, চৌধুরী আশরাফ হোসেন, সুরুজ্জামান সরকার, মাও, আবুল কাশেম, হাবিবুর রহমান বিএসসি, সায়দুর রহমান, মোঃ বেলাল হোসেন, মাওঃ খায়রুল ইসলাম মল্লিক, নাসরিন আক্তার খানম, মোহাম্মদ আব্দুল্লাহ, মোঃ আক্তার হোসেন, মোঃ জাকির হোসেন, মোঃ সেলিম খান প্রমুখ।