Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নতুন রূপে ফ্যাসিবাদের জন্ম হলে এ প্রজন্ম মেনে নেবে না : ডা. আবু বকর - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নতুন রূপে ফ্যাসিবাদের জন্ম হলে এ প্রজন্ম মেনে নেবে না : ডা. আবু বকর

March 22, 2025 09:05:50 PM   অনলাইন ডেস্ক
নতুন রূপে ফ্যাসিবাদের জন্ম হলে এ প্রজন্ম মেনে নেবে না : ডা. আবু বকর

নতুন রূপে যদি কোনো ফ্যাসিবাদ জন্ম নেয়, তবে এ প্রজন্ম তা মেনে নেবে না। বাংলাদেশকে তার আদর্শের চেতনার ওপর দাঁড় করাতে পারলে আর কোনো ফ্যাসিবাদ দাঁড়াতে পারবে না।

শনিবার (২২ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘিওর উপজেলার পয়লা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডাঃ আবু বকর সিদ্দিক।

পয়লা ইউনিয়ন বাংলাদেশ জামায়াতের সভাপতি মোঃ ফিরোজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমডি ইউরো বাংলা হার্ট হাসপাতাল ও বায়ো গ্রুপ ঢাকা ও মানিকগঞ্জ ১ আসনের আগামী জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ আবু বকর সিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘিওর উপজেলার আমির মাওলানা মোঃ জহিরুল ইসলাম।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্টজন, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলের পূর্বে মোনাজাত পরিচালনা করেন মোঃ জহিরুল ইসলাম।