
অ্যাডভান্সিং ইক্যুয়ালিটি অব উইমেন এন্ড মারজিনালাইজড পিপল (আওয়াম) প্রকল্পের আওতায় সামাজিক সম্প্রীতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং লিঙ্গ সমতা রক্ষায় কমিউনিটি ফোরাম ও ইয়ুথ গ্রুপ সদস্যদের সাথে নারী প্রগতি সংঘের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) দুপুরে নেত্রকোণা পৌরসভার কাটলী এলাকায় নারী প্রগতি সংঘের জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রতিষ্ঠানের জেলা কার্যালয়ের কেন্দ্র ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, কমিউনিটি সমন্বয়কারী উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষসহ কমিউনিটি ফোরাম ও ইয়ুথ গ্রুপ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে সকল নাগরিকের অধিকার, কর্তব্য ও করণীয় শীর্ষক মতবিনিময় করা হয়।