Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নেত্রকোনায় বৃক্ষপ্রেমী ও মানবসেবকের ছদ্মবেশে ধর্ষণকারী কবিরাজ গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নেত্রকোনায় বৃক্ষপ্রেমী ও মানবসেবকের ছদ্মবেশে ধর্ষণকারী কবিরাজ গ্রেফতার

March 17, 2025 10:37:47 PM   উপজেলা প্রতিনিধি
নেত্রকোনায় বৃক্ষপ্রেমী ও মানবসেবকের ছদ্মবেশে ধর্ষণকারী কবিরাজ গ্রেফতার

নেত্রকোনা মডেল থানা পুলিশ অভিযোগের সূত্রে ধর্ষণের দায়ে স্থানীয় বৃক্ষপ্রেমী ও মানবসেবক হিসেবে পরিচিত আব্দুল হামিদ (৬৭)কে গ্রেফতার করেছে। নেত্রকোনা জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম-এর নির্দেশনায় এবং মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজের তত্ত্বাবধানে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৭ মার্চ মধ্যরাতে নেত্রকোনা পৌরসভার নেওয়াজনগর এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে তাকে আটক করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, অভিযুক্ত আব্দুল হামিদ পৌরসভার খতিবনগুয়া এলাকার ১৬ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে কবিরাজি চিকিৎসার প্রলোভন দেখিয়ে গত ১০ মার্চ বেলা ১১টার দিকে জয়নগর সদর হাসপাতাল সংলগ্ন রাস্তার মোড়ে অবস্থিত নবাবী হোটেল এন্ড রেস্টুরেন্টের পাশের জজ মিয়ার দোকানের পেছনে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়ের কাছ থেকে ঘটনা জানতে পেরে ভুক্তভোগীর মা মোছা. নেভী আক্তার থানায় অভিযোগ দায়ের করেন। জিজ্ঞাসাবাদে উঠে আসে, এর আগেও চিকিৎসার নাম করে একই স্থানে কিশোরীকে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেছে আব্দুল হামিদ।

গ্রেফতারকৃত আব্দুল হামিদ কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সিরাজ আলী মুন্সী ও মৃত ললিতা বেগমের সন্তান। সে নিজেকে জেলাজুড়ে মানবসেবক, বৃক্ষপ্রেমী ও কবিরাজ হিসেবে পরিচয় দিয়ে থাকে। ভুক্তভোগীর মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০২০)-এর ধারা ৯(১) অনুযায়ী মামলা নম্বর ৩৫ রুজু করা হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে হাজির করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ ও তদন্ত জোরদার করা হচ্ছে। স্থানীয়রা তার বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ থাকলেও এবারই প্রথম ধর্ষণের মামলায় গ্রেফতার হলো সে। ঘটনায় সমাজে আলোড়ন সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।