
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে রবিবার (২৩ মার্চ) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নেত্রকোনা পৌর শহরের নাগড়া আয়েশা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের ঔষধ ব্যবসায়ী ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিসিডিএস নেত্রকোনা জেলা শাখার সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে ও কার্যকরী কমিটির সদস্য আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মোখশেদুল মুর্শেদ, সহ-সভাপতি সনজিৎ চন্দ্র সাহা রায় (রিন্টু), সদস্য কাইয়ুম থান (উত্থান), সদস্য আজাদ রহমান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি, ময়মনসিংহ জেলা শাখার সাবেক সভাপতি দিবাকর দে, নেত্রকোনা জেলা শাখার কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক কেমিস্ট।
ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা সংগঠনের উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সদস্যদের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিপুলসংখ্যক ঔষধ ব্যবসায়ী ও অতিথির উপস্থিতি ইফতার মাহফিলকে প্রাণবন্ত করে তোলে।