Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নানশ্রী এলাকাবাসীর উদ্যোগে ফটবল টুর্নামেন্ট - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নানশ্রী এলাকাবাসীর উদ্যোগে ফটবল টুর্নামেন্ট

November 10, 2024 08:00:15 PM   উপজেলা প্রতিনিধি
নানশ্রী এলাকাবাসীর উদ্যোগে ফটবল টুর্নামেন্ট

সদর প্রতিনিধি, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নানশ্রী এলাকাবাসীর উদ্যোগে ফটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার নানশ্রী স্কুল এন্ড কলেজ মাঠে সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর পৌর বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম, কৃষকদল নেতা ডাঃ এসএম আলম, এবং ব্যবসায়ী মো. নূরে আলম। এ টুর্নামেন্টে অংশ নেয় আগরপুর ইয়ং স্টার ক্লাব ও করগাঁও ফুটবল একাডেমী।

অনুষ্ঠানে রফিকুল ইসলাম রাহাদ বলেন, “আমরা একটি মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ চাই, এবং তা শুধুমাত্র যুব সমাজই প্রতিষ্ঠা করতে পারে। যুব সমাজকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে, সেচ্ছায় রক্ত দানসহ মহৎ উদ্যোগ গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম এবং মোবাইল আসক্তি থেকে মুক্তি পেতে তরুণ প্রজন্মকে খেলা-ধুলার প্রতি আগ্রহী হতে হবে।”