
নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ করেছেন ৫৩ বছরের এক বৃদ্ধ। পুলিশ ওই বৃদ্ধকে আটক করেছে। আটক মফিজুল উপজেলার জয়পুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শালখুরিয়া গ্রামের পারুল বেওয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। ওই দিনেই শিশুটির মা নবাবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। শিশুটির মায়ের অভিযোগ পাওয়ার পরই বুধবার পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণকারী মফিজুল হককে আটক করে।
শিশুটির পরিবার ও পুলিশ জানায়, মফিজুল হক শালখুরিয়া গ্রামের পারুল বেওয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে একাই থাকতেন। ঘটনার দিন ওই শিশু প্রতিবেশি আরেক শিশুর সাথে খেলাধুলা করছিল। এ সময় মফিজুল পেয়ারা খাওয়ার কথা বলে তার বাসায় দুই শিশুকে নিয়ে যায়। একটি শিশু সেখান থেকে পালিয়ে যায়। পরে মফিজুল ওই শিশুকে ধর্ষণ করে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, ভিকটিমের মা থানায় উপস্থিত হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযোগ দায়েরের পরপরই ধর্ষণকারীকে আটক করা হয়েছে । ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।