
গাইবান্ধা সংবাদদাতা:
গৃহবধু নার্গিস আক্তার নিতুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। শুক্রবার বেলা ১১টায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তালুক ফলগাছা মতিনপুর গ্রামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করা হয়। এসময় নিহত নার্গিস আক্তার নিতুর চাচি মোছাঃ মোরশেদা বেগম হত্যাকারীদের বিচার দাবি করে লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২২ সালের এপ্রিল মাসে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কালিকা ডোবা গ্রামের মোঃ রেজাউল করিমের পুত্র মোঃ ইউসুফ হাসান জনির সাথে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সাং ফলগাছা ডাকঘর মতিনপুর গ্রামের মোঃ নয়ন মন্ডলের কন্যা মোছাঃ নার্গিস আক্তার নিতুর ইসলামি শরিয়ত মোতাবেক বিবাহ হয়। বিয়ের একমাস পার হতে না হতেই যৌতুকের জন্য তার শুশুর বাড়ি কতৃক নির্যাতনের শিকার হতে থাকে নার্গিস। মেয়ের বাবা নয়ন মন্ডল নিজের সাধ্যমত জামাইয়ের চাহিদা পুরণ করা সত্বেও দিন দিন তার জামাই জনির চাহিদা বাড়তে থাকে। জনি তার স্ত্রীকে প্রতিনিয়ত চাপ দিতে থাকে তার বাবার বাসা থেকে মোটরসাইকেল এবং ২ লক্ষ টাকা আনার জন্য। মোছাঃ নার্গিস আক্তার নিতু তার স্বামীর চাহিদা মত মোটর সাইকেল এবং টাকা এনে দিতে ব্যর্থ হলে তার স্বামী তার ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে হত্যা করে।
সংবাদ সম্মেলনে নিহত নার্গিস আক্তার নিতুর চাচি মোছাঃ মোরশেদা বেগম দাবি করেন, গত ২৫ শে মার্চ দিবাগত রাতে জামাতা ও জামাতার মায়ের সাথে তার ভাতিজির ঝগড়া লেগেছিল। হত্যার বিষয়টি তার জামাতা ও তার পরিবারের লোকজন অস্বীকার করলেও তার ভাতিজি নিতুর গলা, মাথা ও বুকে অনেক ক্ষতচিহ্ন আছে। এতে প্রমান করে যে সে আত্মহত্যা করে নি তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে। এসময় তিনি তার ভাতিজির হত্যার বিচার দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নার্গিস আক্তার নিতুর বাবা মোঃ নয়ন মন্ডল, মা মোছাঃ সবুজা বেগম, মোঃ ফজলুল হক (শিক্ষক), আব্দুল আজিজ মন্ডলসহ স্থানীয় লোকজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।