Date: November 27, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / নির্বাচনি প্রচারে মোটরসাইকেল শোভাযাত্রা বন্ধের আহ্বান জামায়াত আমিরের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নির্বাচনি প্রচারে মোটরসাইকেল শোভাযাত্রা বন্ধের আহ্বান জামায়াত আমিরের

November 25, 2025 10:28:34 AM   অনলাইন ডেস্ক
নির্বাচনি প্রচারে মোটরসাইকেল শোভাযাত্রা বন্ধের আহ্বান জামায়াত আমিরের

নির্বাচনি প্রচারে মোটরসাইকেল শোভাযাত্রা বন্ধের নির্দেশ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটির বিভিন্ন জেলা ও মহানগর এলাকায় মোটরসাইকেল র‌্যালি ও মোটর শোভাযাত্রার প্রবণতা লক্ষ্য করা যায়। এসব কর্মসূচিতে সাম্প্রতিক কিছু দুর্ঘটনা ও আহত হওয়ার ঘটনা ঘটায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে এখন থেকে সকল জেলা-মহানগরী নির্বাচনি এলাকায় মোটরসাইকেল র‌্যালি ও মোটর শোভাযাত্রা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়, নির্বাচনকেন্দ্রিক প্রচারণায় নিরাপদ ও গণবিরোধী নয়—এমন পদ্ধতিতেই অংশ নিতে।