


নির্বাচনি প্রচারে মোটরসাইকেল শোভাযাত্রা বন্ধের নির্দেশ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটির বিভিন্ন জেলা ও মহানগর এলাকায় মোটরসাইকেল র্যালি ও মোটর শোভাযাত্রার প্রবণতা লক্ষ্য করা যায়। এসব কর্মসূচিতে সাম্প্রতিক কিছু দুর্ঘটনা ও আহত হওয়ার ঘটনা ঘটায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে এখন থেকে সকল জেলা-মহানগরী নির্বাচনি এলাকায় মোটরসাইকেল র্যালি ও মোটর শোভাযাত্রা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়, নির্বাচনকেন্দ্রিক প্রচারণায় নিরাপদ ও গণবিরোধী নয়—এমন পদ্ধতিতেই অংশ নিতে।