Date: November 27, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

November 24, 2025 10:19:08 PM   অনলাইন ডেস্ক
হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার চিকিৎসক সূত্রের বরাতে জানা যায়, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় তিনি শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। তাই চিকিৎসকরা তাকে বিশেষ নজরদারিতে রেখেছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করছেন।

খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যাতে মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তোলেন। এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি আরও জানান, মেডিকেল বোর্ড তাঁর শারীরিক অবস্থা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

রোববার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে, ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যের লন্ডনে যান। ১১৭ দিনের চিকিৎসার পর ৬ মে দেশে ফিরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।