
নরসিংদীর প্রতিনিধি:
নরসিংদী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সংসদ ২০২৫ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার নরসিংদী জেলা আইনজীবী সমিতির ভবনে সকাল ১০টা থেকে শুরু হয়ে টানা ভোটগ্রহণ চলে বিকাল ৩টা পর্যন্ত। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এড. আঃ মান্নান ভূঞা, সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন এড. শেখ শাখাওয়াৎ হোসেন, সাধারণ সম্পাদক পদে ৩০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এড. এ. কে. এম. নুরুল ইসলাম নূরুন্নবী, সহ-সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এড. মোহাম্মদ মাজেদুল হক রুবেল, কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন এড. জহিরুল হক জুয়েল, সাহিত্য ও সংস্কৃতি পদে বিজয়ী হয়েছেন এড. তুষার মিত্র, ৩২৫ ভোট পেয়ে লাইব্রেরী পদে বিজয়ী হয়েছেন এড. আরিফ মিয়া, ২৯১ ভোট পেয়ে সদস্য পদে বিজয়ী হয়েছেন এড. আহসান উল্লাহ, ৩২১ভোট পেয়ে সদস্য পদে বিজয়ী হয়েছেন এড. রকিব হাসান, ৩৭১ ভোট পেয়ে সদস্য পদে বিজয়ী হয়েছেন এড. পারভীন রেহানা, ৩৫৩ ভোট পেয়ে সদস্য পদে বিজয়ী হয়েছেন এড. সাদিয়া আফরিন।