Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নরসিংদী জেলা জজ আদালতের সরকারি কৌশলীদের জেলা প্রশাসকের সাক্ষাৎ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নরসিংদী জেলা জজ আদালতের সরকারি কৌশলীদের জেলা প্রশাসকের সাক্ষাৎ

November 13, 2024 06:36:22 PM   জেলা প্রতিনিধি
নরসিংদী জেলা জজ আদালতের সরকারি কৌশলীদের জেলা প্রশাসকের সাক্ষাৎ

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের বিজ্ঞ কৌশলীরাজেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।  গত ১২ নভেম্বর তার কার্যালয়ে সাক্ষাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সরকার পক্ষের প্রধান কৌশলি এডভোকেট আব্দুল হান্নান মিয়া (জিপি), অতিরিক্ত কৌশলি সাদেকুর রহমান গাজী (এজিপি), সহকারী কৌশলিরা এডভোকেট এ কে নুরুল ইসলাম (নুরন্নবী), এডভোকেট শেখ সাখাওয়াত হোসেন প্রমুখ।

রাষ্ট্রপক্ষের কৌশলীরা জেলা প্রশাসকের সাথে সংক্ষিপ্ত আলোচনায় বলেন, নরসিংদীর ন্যায়বিচারপ্রার্থী সাধারণ জনগণকে সুন্দর ও সুষ্ঠুভাবে আইনের মাধ্যমে ন্যায়বিচার পাইয়ে দেওয়ার ব্যাপারে তারা প্রতিজ্ঞাবদ্ধ। এসময় নতুন কৌশলীদের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলের তোড়া উপহার দেওয়া হয়।