Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নরসিংদী সদর প্রেসক্লাবে বাৎসরিক বনভোজ অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নরসিংদী সদর প্রেসক্লাবে বাৎসরিক বনভোজ অনুষ্ঠিত

July 23, 2023 12:09:34 PM   উপজেলা প্রতিনিধি
নরসিংদী সদর প্রেসক্লাবে বাৎসরিক বনভোজ অনুষ্ঠিত


নরসিংদী সদর প্রেসক্লাবের বাৎসরিক বনভোজ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার শিবপুর পুটিয়া আবেদ ভিলায় নরসিংদী সদর প্রেসক্লাবের বাৎসরিক বনভোজ অনুষ্ঠিত হয় এবং গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়।

সভায় সভাপতিত্ব করেন, নরসিংদী সদর প্রেসক্লাবের সভাপতি শাহ মো. কাউছার হোসাইন। সঞ্চালনা করেন, সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,  মাসুদ রানা বাবুল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সাপ্তাহিক আজকের চেতনার পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং নরসিংদী সদর প্রেসক্লাবের উপদেষ্টা এবিএম আজরাফ টিপু, ক্লাবের উপদেষ্টা জয়নাল আবেদীন,আঞ্চলিক সাংবাদিক সংস্থার সভাপতি কাজী আঃ হামিদ,সাধারণ সম্পাদক নুরুজ্জামান পিটু,সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান, দুর্নীতি দমন তথ্য প্রকাশকারী সংস্থার নরসিংদী জেলা পরিচালক মো. আলম মৃধা, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি এম নুর উদ্দিন, শিবপুর প্রেসক্লাবের আহবায়ক কামাল প্রধান,  শিবপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি হারুনুর রশিদ, সাবেক সভাপতি মেহেদী হাসান রিপন,বিএমইউজের ভৈরব শাখার সাধারণ সম্পাদক মোঃ ছাবির উদ্দিন রাজু, নরসিংদী সদর প্রেসক্লাবের সহ সভাপতি ডা. শরীফ, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, প্রচার সম্পাদক মাইন উদ্দিন সরকার, ক্রীড়া সম্পাদক বাবুল চৌধুরী, নির্বাহী সদস্য রমজান আলী প্রামানিক সহ প্রেসক্লাবের  সকল সদস্যবৃন্দ।

সভা শেষে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়, সফল সংগঠক হিসেবে বিএমইউজের কেন্দ্রীয় সভাপতি  আলহাজ্ব সোহেল আহমেদ, নরসিংদী জেলার শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে এবিএম আজরাফ টিপু, শ্রেষ্ঠ চেয়ারম্যান  মাসুদ ফরাজি ডৌকারচর ইউনিয়ন পরিষদ রায়পুরা কে গুণিজন সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে সভাপতি তার বক্তব্যে সকল অতিথিদের ধন্যবাদ জানিয়ে  সভা শেষ করেন।