Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / লালমনিরহাটে এক ‘অসহায়’ পরিবারের সংবাদ সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

লালমনিরহাটে এক ‘অসহায়’ পরিবারের সংবাদ সম্মেলন

March 11, 2025 10:34:51 PM   অনলাইন ডেস্ক
লালমনিরহাটে এক ‘অসহায়’ পরিবারের সংবাদ সম্মেলন

লালমনিরহাটের জেলা শহরের ডায়াবেটিস মোড় এলাকায় মব সহিংসতার শিকার এক অসহায় পরিবার সোমবার একটি সংবাদ সম্মেলন করেছে। সোমবার শহরের একটি রেস্টুরেন্টে রাতে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য শাহাদাত হাবীব শাওন।

শাওন সংবাদ সম্মেলনে বলেন, গত বছরের এপ্রিল মাসে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের বাসায় ঢুকে তার মা, নানী, দাদীসহ পরিবারের কয়েকজন সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এই ঘটনার পর থানায় মামলা দায়ের করতে গেলে, তখনকার আওয়ামী সরকারের এমপির বাধায় পুলিশ মামলা নেয়নি। পরবর্তীতে আদালতে মামলা করা হয়।

তিনি আরও জানান, গত শুক্রবার রাতে একটি গুজব উস্কে দিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমর্থিত কিছু যুবক প্রথমে তার দুই ভাই সৈকত ও জিয়াকে অপহরণ করে এবং বেধড়ক মারধর করে। এরপর তারা শাওনের বাড়ি ও তিনটি বাড়ি ভাঙচুর ও লুটপাট করে। বর্তমানে শাহাদাতের পরিবারসহ পার্শ্ববর্তী আরও তিনটি পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ সংবাদ সম্মেলনে শাওনের মা জমিলা বেগম, মামা ফজলুর রহমান এবং মামী আনজু বেগম উপস্থিত ছিলেন।