
নরসিংদী সংবাদদাতা:
নরসিংদীতে ইউনিয়ন কৃষক দলের সমাবেশ সফল করার লক্ষ্যে জেলা জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২৩ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সভায় নরসিংদী জেলা কৃষক দলের সদস্য সচিব দীপক কুমার বর্মন (জি এস প্রিন্স) এর সঞ্চালনায় এবং জেলা কৃষক দলের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম (ভিপি আপেল) এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব ভিপি ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদাৎ হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক দীপু হায়দার খান এবং দপ্তর সম্পাদক ভিপি শফিকুল ইসলাম।