Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নরসিংদীতে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে সমাবেশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নরসিংদীতে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে সমাবেশ

August 18, 2023 07:01:35 PM   জেলা প্রতিনিধি
নরসিংদীতে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে সমাবেশ

নরসিংদী প্রতিনিধি:
২০০৫ সালে দেশব্যাপী জেএমবির সিরিজ বোমা হামলার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শ্রমিক লীগ নরসিংদী জেলা শাখার আয়োজনে (১৭ই আগষ্ট) জেলা শিল্পকলা একাডেমীতে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য ২০০৫ সালের ১৭ আগষ্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশব্যাপী এক যোগে ৬৩ জেলার প্রায় ৫শতাধিক স্থানে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। এদিন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) একযোগে চালানো সিরিজ বোমা হামলায় কেঁপে ওঠে দেশের ৬৩টি জেলা।

নরসিংদী জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব জামাল উদ্দিন জামানের সঞ্চালনায় ও  জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক, মোঃ রিপন সরকারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সদর-১ আসনের এমপি নজরুল ইসলাম হিরু বীর প্রতীক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, আফতাব উদ্দিন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়ালিউর রহমান আজিম, সদস্য আনোয়ার হোসেন, জেলা তাঁতী লীগের আহ্বায়ক কায়কোবাদ হোসেন কানু।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম হিরু এমপি বলেন, এই আগস্ট মাস বাংলাদেশের একটি কালো অধ্যায় শোকের মাস। এই মাসে যারা বাংলাদেশকে স্বাধীন দেখতে চাইনি তারা এ কালো অধ্যায় রচনা করেছিল। তারা বোমা ফাটিয়ে তাদের শক্তির জানান দিতে চেয়েছিল। কিন্তু তারা ভুলে গেছে বাঙালি জাতি বীরের জাতি যারা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের রেখে যাওয়া আদর্শের সৈনিক ও তার রক্ত যার শরীরে বহন করছে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ এখনো দুর্বল হয়ে যায়নি। এ কালো অধ্যায় রচিতা কারি ও এর সাথে সম্পৃক্ত দের শাস্তির আওতায় আনার জন্য। বাংলাদেশকে আরো উন্নয়ন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য। আগামী জাতীয় সংসদ নির্বাচনে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে। নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করতে হবে এবং সকলকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান করেন। ১৭ই আগস্ট সিরিজ বোমা হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।

নরসিংদী জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক রিপন সরকার তার বক্তব্যে বিএনপি জামাতের ইন্ধনে সারা বাংলাদেশে যারা সিরিজ বোমা হামলা চালিয়েছে। এর সাথে সম্পৃক্ত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এবং নরসিংদী-১ আসনের এমপি মোঃ নজরুল ইসলাম হিরু সাহেবের হাতকে শক্তিশালী করে সকলকে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করার আহ্বান জানান।