
নরসিংদীর সংবাদদাতা:
নরসিংদীতে ২০২৩ সালে হজ্জ পালনকারী হাজীদের সংবর্ধনা দিয়েছে হাজী কল্যাণ সোসাইটি বাংলাদেশ। শনিবার সকাল ১০ ঘটিকায় নরসিংদী জেলা আইনজীবী সমিতির ভবনের ২য় তলায় এ সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হাজী কল্যাণ সোসাইটির মহাসচিব আলহাজ্ব মাওলানা কাজী আব্দুল হামিদ ও হাজী কল্যাণ সোসাইটির সহ-সাংগঠনিক সচিব আলহাজ্ব মাওলানা মসিহুর রহমান মামুনের পরিচালনায় ও সোসাইটির সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম মক্কির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনির হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী, সোসাইটির মহাসচিব আলহাজ্ব এড. মোঃ হাবিবুল্লাহ সিকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. কাজী নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. নজরুল ইসলাম রিপন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সোসাইটির সাংগঠনিক সচিব আলহাজ্ব মুফতি আতিকুল্লাহ।