Date: May 11, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানায় গ্যাস সরবরাহ শুরু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানায় গ্যাস সরবরাহ শুরু

January 16, 2024 07:08:16 PM   উপজেলা প্রতিনিধি
নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানায় গ্যাস সরবরাহ শুরু

দক্ষিণ এশিয়ার বৃহৎ ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানাতে (জিপিইউএফএফ) গ্যাস সরবরাহ শুরু হয়েছে। সোমবার বিকাল সাড়ে পাঁচটায় কারখানায় গ্যাস সরবরাহ শুরু হলে চালু করা হয় এই সারকারখানাটি।

এদিকে গ্যাস সংকটের কারণে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে উৎপাদন বন্ধ করে দেয়। এরপর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানাতে গ্যাস সরবরাহ শুরু হয়।

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানা প্রকল্প পরিচালক মোঃ রাজিউর রহমান মল্লিক জানান, গ্যাস সরবরাহ শুরু হওয়ায় কারখানাটিতে চলতি মাসের ২৮ তারিখে দিকে সার উৎপাদনে আসবে।

তিনি জানান, প্রকল্পটির নির্মাণ কাজ করে চীনের সিসি সেভেন এবং জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ফ্রেবুয়ারি মাসে চীনা ও জাপানি প্রকৌশলীরা ফেরত যাবেন। এর আগে তারা কারখানাটির অপারেটিং সিস্টেম ও পরিচালনা পদ্ধতি বুঝিয়ে দেবেন। গ্যাস সংকটের কারণে যমুনা সার কারখানা বন্ধ করে এখানে গ্যাস সরবরাহ শুরু করা হয়েছে।  

গত ১২ নভেম্বর পরিবেশ বান্ধব এই সারকারখানাটি প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পর গ্যাস সংকট ও কারিগরি জটিলতায় বন্ধ থাকে। এরপর, গতকাল সোমবার পুনরায় এটিতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়। কারখানাটিতে দৈনিক ৭২ মিলিয়ন কিউবিসি গ্যাসের চাহিদা রয়েছে। এখান থেকে দৈনিক উৎপাদন হবে ২৮০০ টন ইউরিয়া সার, যা বছরে ১০ লাখ টন।