Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নরসিংদীর জোড়া খুনের আসামী খায়রুলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নরসিংদীর জোড়া খুনের আসামী খায়রুলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

July 29, 2023 03:16:42 PM   জেলা প্রতিনিধি
নরসিংদীর জোড়া খুনের আসামী খায়রুলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

নরসিংদী সংবাদদাতা:
ছাত্রদল নেতা সাদেক ও আশরাফুল হত্যা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন নরসিংদীর বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত। ২৭ জুলাই জেলা দায়রা জজ আদালতে তার স্থায়ী জামিন শুনানির তারিখ ছিল। খায়রুল কবির খোকন আদালতে হাজির না হয়ে আইনজীবির মাধ্যমে সময়ের জন্য আবেদন করলে বিজ্ঞ আদালত তার সময়ের আবেদন না মঞ্জুর করে পরোয়ানা জারি করেন।

আদালত সূত্রে জানা যায়, নরসিংদীতে ছাত্রদলের অভ্যন্তরীন কোন্দলকে কেন্দ্র করে গত ২৫ মে সাদেকুর রহমান ও আশরাফুল ইসলাম নামে ছাত্রদলের দুই নেতা নিহতের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনও তার সহধর্মীনি শিরীন সুলতানাসহ ৩০ জনের নামে নরসিংদী মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। উক্ত হত্যা মামলায় গত ৫ জুন খায়রুল কবির খোকন উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জন্য আগাম জামিন লাভ করেন এবং উচ্চ আদালত ৬ সপ্তাহের মধ্যে নিন্ম আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন। তারই প্রেক্ষিতে গত ১৩ জুলাই খায়রুল কবির খোকন নরসিংদী জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন তিনি। জেলা জজ আদালত ২৭ জুলাই পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। বৃহস্পতিবার ২৭ জুলাই জেলা দায়রা জজ আদালতে স্থায়ী জামিন শুনানীর তারিখ ছিল। খায়রুল কবির খোকন আদালতে হাজির না হয়ে আইনজীবির মাধ্যমে সময়ের জন্য আবেদন করলে, বিজ্ঞ আদালত তার সময়ের আবেদন না মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবি শফিকুল ইসলাম জানান, আসামী খায়রুল কবির খোকন উচ্চ আদালত থেকে অর্ন্তবর্তীকালীন জামিন নিয়েছিলেন। আজ জামিনের শুনানী ছিলো, কিন্তু আসামী আদালতে উপস্থিত না হয়ে আইনজীবির মাধ্যমে সময় প্রার্থণা করেন। বিজ্ঞ আদালত তার সময়ের আবেদন না মঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।