Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নরসিংদীতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নরসিংদীতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

October 14, 2022 06:22:17 AM  
নরসিংদীতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

নরসিংদী সংবাদদাতা:
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ উপলক্ষে নরসিংদীতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে এ মহড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসনের পক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তফা মনোয়ার।

আরও উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ নোমান, নর্সিংদি ফায়ার সার্ভিসের এডি নুরুল ইসলাম, শনি পানি উন্নয়ন বোর্ডের  নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শংকর চক্রবর্তীসহ জেলা ফায়ার সার্ভিসের  কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।

ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠানটি বাস্তবায়ন করে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।