Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৫ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৫

April 12, 2023 02:19:08 AM   দেশজুড়ে ডেস্ক
নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা হতে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৫ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

সোমবার, ১০ এপ্রিল র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া চনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৫ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- হৃদয় হোসেন (২১), রতন (৪০), মঞ্জুরুল আলম (৩১), মোতালেব হোসেন (৫০) এবং জাহিদুল ইসলাম (৩৫)। এসময় তাদের কাছ থেকে ৫টি দেশীয় অস্ত্র, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪০ গ্রাম গাঁজা, ৯০ পুরিয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ এক লক্ষ ছাপান্ন হাজার ছয়শত দশ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। এছাড়া গ্রেফতারকৃত আসামী রতন এবং মঞ্জুরুল আলমের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।