Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নালিতাবাড়ীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নালিতাবাড়ীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ

June 12, 2023 06:54:05 PM   উপজেলা প্রতিনিধি
নালিতাবাড়ীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ

নালিতাবাড়ী সংবাদদাতা:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার (১২ জুন) বিকেলে উপজেলা মুজিব শতবর্ষ মঞ্চে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওয়াজ কুরুনী, পৌরমেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ প্রমুখ।

পরে উপজেলার ১২ টি ইউনিয়নের ১ হাজার ৮১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে উফশী জাতের আমন ধানের বীজ, ১০ কেজি মিউরিয়েট অফ পটাশ (এমওপি) ও ১০ কেজি করে ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার বিতরণ করা হয়।