
শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। উপজেলার রসাইতলা এলাকায় গত ১ মে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার ও আহত পরিবারের সূত্রে জানা গেছে, রসাইতলা এলাকার শামীম মিয়ার পরিবারের সঙ্গে প্রতিবেশী মামুন মিয়ার পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে ৩০ এপ্রিল রাতে শামীমের পিতা আব্দুল মান্নানের মাথা ফাটিয়ে দেয় এবং স্ত্রী সাইমা বেগমকে মারধর করে মামুন মিয়াসহ তার পরিবারের সদস্যরা। পরদিন সকালে আবারও শামীম মিয়ার বাড়িতে গিয়ে গালিগালাজ শুরু করে তারা। শামীম বাধা দিলে বাকবিতণ্ডার একপর্যায়ে মামুন মিয়া দেশীয় অস্ত্র নিয়ে তার লোকজনসহ শামীম মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করে। শামীমের চিৎকার শুনে তার ভাই আব্দুল হালিমসহ অন্যরা এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
আহতদের উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শামীম মিয়া ও তার ভাইকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে শামীম মিয়াকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এ ঘটনায় ২ মে আহত শামীম মিয়ার ভগ্নিপতি রফিকুল ইসলাম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামুন মিয়াসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও চার-পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মামুন মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “অভিযুক্ত মামুন মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।”