Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নালিতাবাড়ীতে ভারতীয় জিরা ও এসিসহ গ্রেফতার ১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নালিতাবাড়ীতে ভারতীয় জিরা ও এসিসহ গ্রেফতার ১

March 05, 2025 08:41:30 PM   উপজেলা প্রতিনিধি
নালিতাবাড়ীতে ভারতীয় জিরা ও এসিসহ গ্রেফতার ১

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে আনা ১৩ বস্তা ভারতীয় জিরা ও দুটি এয়ারকন্ডিশনার (এসি) জব্দ করেছে থানা পুলিশ। এ ঘটনায় আব্দুর রশিদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসি চৌরাপাড়া এলাকা থেকে এসব ভারতীয় পণ্যসহ তাকে আটক করা হয়। পরে বুধবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুর রশিদের ঘরে রাখা ভারতীয় জিরা ও এসি জব্দ করা হয়। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।